Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Wednesday, March 5, 2025

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে নাঃ সারজিস আলম (NCP)

আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে নাঃ সারজিস আলম (NCP)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো ভাইকে হত্যা করতে দ্বিধা করেনি। অনেক ভাইয়ের লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, "যে ঘটনা আমরা শাপলাতে দেখেছিলাম, শত শত লাশ খুনি হাসিনা ফেলেছিল, কিন্তু লাশগুলো পাওয়া যায়নি।"

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, "আমরা রাজপথে ছিলাম। আমার যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনও কান্না আসছে, পানি পড়ছে—আমরা যেন মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি।"

তিনি আরও বলেন, "আমরা আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।" 

এ সময় তিনি আরো বলেন, "যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কীভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও মানুষ, কোনও রাজনৈতিক দল ভুল করেও যেন অন্য কোনও কিছু চিন্তা না করে।"

জানা গেছে, আজ বিকেল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।

প্রধান উপদেষ্টার নতুন সহকারী হলেনঃ শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার নতুন সহকারী হলেনঃ শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দুই নতুন বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত এই দুই ব্যক্তি হলেন শেখ মইনউদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।



বুধবার তাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগের ঘোষণা জারি করা হয়েছে। শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন, অন্যদিকে ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। তাদের উভয়কেই এই পদের জন্য প্রয়োজনীয় নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বিশেষ সহকারীর দায়িত্ব পালনকালে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

- সময় এডুকেশন নিউজ

Monday, March 3, 2025

৫ অগাস্টের পরে বর্ণচোরা আওয়ামী লীগ জেগেছে

৫ অগাস্টের পরে বর্ণচোরা আওয়ামী লীগ জেগেছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেস মিনিস্টার আকবর হুসাইন লিখেনঃ ৫ অগাস্টের পরে একটা ক্ষুদ্র গোষ্ঠীর উদয় হয়েছে। এরা আসলে "বর্ণচোরা আওয়ামী লীগ।" কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে তারা লজ্জায় সেটা প্রকাশ করতে পারে না। এদের সংখ্যা ৫ পার্সেন্ট হবে। এজন্য তাদের নানা কমপ্লেইন। যেমন ধরেন..



ড্রেনের পানিতে ময়লা কেন? রাস্তায় কুকুর হিসু করে কেন? খাইলে খিদা লাগে না কেন? রাতে না ঘুমাইলে দিনে ঘুম আসে কেন? ইত্যাদি বিষয়! পুলিশ যখন গুলি করে দেদারসে মানুষ মারতো তখন তারা বলতো, ঠিকই আছে! এখন পুলিশ পানি মেরে ছত্রভঙ্গ করলেও তারা বলে - মানবাধিকার গেল গেল! এরা কখনো একেবারের জন্যও বলে নাই, বলবেও না - শেখ হাসিনার বিচার চাই। তাহলে বুঝে নিন তো এরা কারা?

আমর এই পোস্ট দেখার পরে তারা বলবে - আপনি তো প্রেস মিনিস্টার হইছেন। সেজন্য  আপনি তো এসব বলবেন। তাদের কথায় মনে হয় - বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রেস মিনিস্টারের পদ সৃষ্টি হইছে!!

প্রেস মিনিস্টারের এই পোস্টের সাথে অনেকেই একাত্ততা পোষণ করে বিভিন্ন মন্তব্য করেছেন।

- রাজনীতি